অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যতীন্দ্রনাথ মিস্ত্রী, আওয়ামীলীগ নেতা দয়ানিধি বিশ্বাস, যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, শ্রমিকলীগ সভাপতি সোয়েব ইমরোজ লিটন তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইলিয়াস তালুকদার ও ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান আজাদ, সহ-সভাপতি আবু সালেহ লিটন প্রমুখ।