মোঃ বদরুজ্জামান খান সবুজ, গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সেচ্ছাসেবি এনজিও আইএফডিসি (ইন্টিগ্রেটেড ভিলেজ ডেভলপমেন্ট ফাউন্ডেশন) সদস্যদের বিক্ষোভ সম্পর্কে পাওয়া গেছে এক কর্মকর্তার সেচ্চাচারিতা, অনিয়ম ও দুনীতি ঢাকতে বিভিন্ন কৌশল নিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, এনজিও’র ম্যানেজার আবুল হাসানাতের বিরুদ্ধে সদস্যদের বিভিন্ন অনিয়ম আর দূর্নীতি অভিযোগের প্রেক্ষিতে তাকে অন্য ব্রাঞ্চে বদলী করা হতে পারে এমন আশংকায় কৌশলে সমিতির সদস্যদের পরিচালকের বিরুদ্ধে ম্যানেজার হাসানাত উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ ঘটায় সংস্থার ম্যানেজার হাসানাত চলতি বছর মার্চ মাস থেকে গত ছয় মাস প্রধান কার্যালয়ে কোন বিল ভাউচার দাখিল করেনি। এমনকি ঋণ বিতরণ ফরমে পরিচালকের অনুমোদনও নেয়নি। তাছাড়াও সমিতির সদস্যদের অভিযোগের ভিত্তিতে সংস্থার নির্বাহী পরিচালক নরম্যান রড্রিকস্ মাদারীপুর ইউনিট ম্যানেজার সায়েদুর রহমানকে সাথে নিয়ে গত ৩১ আগষ্ট আগৈলঝাড়া ব্রাঞ্চে পরিদর্শনে আসেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ি পরিচালক নরম্যান রড্রিকস্কে ম্যানেজার হাসানাত একটি কক্ষে জিম্মি করে জীবন নাশের হুমকি দিয়ে জোর করে কিছু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নেয়। পরে তিনি মুক্তি পেয়ে গত ৫ সেপ্টেম্বর থানায় ঘটনার বর্ননা দিয়ে একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ৭ সেপ্টেম্বর পুলিশ হাসানাতকে আটক করে থানা হাজতে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কারাম তালুকদারকে অবহিত করে। সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় কগজপত্রসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে উপস্থিত হয়ে ১১ সেপ্টেম্বর উভয়ের উপস্থিতিতে শুনানীর দিন ধার্য করেন। এদিকে নিজের দোষ ঢাকতে শুণানীর দিন ম্যানেজার হাসানাত কৌশলে উপজেলার চারটি ইউনিয়নের সমিতির সদস্যদের ভূয়া খবর দিয়ে সদস্যদের উপজেলা সদরে বিক্ষোভ করায়। চলতি বছর জূলাই মাস পর্যন্ত ওই এনজিও’র সদস্য সংখ্যা ছিল ১ হাজার ৩শ ৮২ জন। তাদের সঞ্চয়ের পরিমান ছিল ৪২ লাখ ৮৪ হাজার টাকা। এদিকে ৭শ ৮৩ জন সদস্যর বিপরিতে লোন দেয়া হয়েছে ৫৪ লাখ ৫৭ হাজার ২শ ২৭ টাকা। জুন ক্লোজিংএ ম্যানেজার হাসানাতের দাখিলকরা হিসাব মতে তার হাতে নগদ ছিল ১ লাখ ৩৬ হাজার ৯শ ১৫ টাকা, আর ব্যাংকে জমা ছিল ৪ হাজার ৬শ ৪৫ টাকা। ম্যানেজার হাসানাত হাতে জমাকৃত টাকা ব্যাংকে জমা দেয়ার কথা বললে ম্যানেজার হাসানাত বিভিন্ন তালবাহানা শুরু করে।
Home | বিবিধ | আইন অপরাধ | আগৈলঝাড়ায় এনজিওর ম্যানেজারের বিভিন্ন অনিয়ম আর দূর্নীতি ঢাকতে সদস্যদের দিয়ে বিক্ষোভ মিছিল