অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে গোডাউনসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া বাজারে শুক্রবার রাত ১টার দিকে মশার কয়েল থেকে আগুন লেগে নিজাম মিয়ার মুদী দোকানসহ তার দু’টি গোডাউন ভস্মীভূত হয়। এতে ওই ব্যবসায়ীর প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে স্থানীয়সূত্রে জানাগেছে। রাস্তা সরু হওয়ায় ওই রাতে দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। পরে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় প্রশাসন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান ও বাজার পরিদর্শন করেছেন।
Home | সারা দেশ | আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে গোডাউনসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি