Home | বিবিধ | আবহাওয়া | আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা কম

আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা কম

স্টাফ রির্পোটার : আগামী তিনদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হ্রাস পেতে পারে। তবে ক্রমেই বাড়ছে তাপমাত্রা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী তিনদিন দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হ্রাস পেতে পারে। তবে তাপমাত্রা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল বুধবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বিএনপি’র কার্যালয়ে ছাত্রদলের বহিষ্কৃতদের হামলা

স্টাফ রির্পোটার :রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে ছাত্রদলের বহিষ্কৃত নেতাকর্মীরা। ...

টসে জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন ...