স্টাফ রিপোর্টার : রোমান ক্যাথলিক চার্চের পোপ ফ্রান্সিস তিন দিনের বাংলাদেশ সফরে ৩০ নভেম্বর ঢাকা আসবেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে পোপ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।
সফরকালে পোপ রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তিনি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
সফরের প্রস্তুতির বিষয় মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের সঙ্গে সমন্বয়ের জন্য সম্প্রতি একটি অগ্রগামী দল বাংলাদেশ সফর করেছে বলে বিবৃতিতে জানানো হয়।
এদিকে বিকালে নগরীর কাকরাইলস্থ আর্চবিশপ হাউজে এক সংবাদ সম্মেলনে কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেছেন, রোমান ক্যাথলিক চার্চের প্রধান এবং ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রধান হিসেবে পোপ সরকারি সফরে ‘সম্প্রীতি ও শান্তির’ বার্তা নিয়ে আসছেন।
তিনি জানান, ৮০ বছর বয়সী পোপকে তার আগমন ও বিদায়কালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপ্রধান হিসেবে সংবর্ধনা জানানো হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি, সহকারি বিশপ ও ভিকার জেনারেল বিশপ শোরত ফ্রান্সিস গোমেজ।