স্টাফ রিপোর্টার: টানা ৪৮ ঘণ্টার হরতালের পর আগামী সপ্তাহে আবারো দুইদিনের হরতাল দিচ্ছে জামায়াত।
সপ্তাহের রোব-সোমবার অথবা বুধ-বৃহস্পতিবার হরতাল দিতে পারে জামায়াত। জামায়াতের এক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামায়াতের নীতি নির্ধারণী বৈঠকে হরতালের তারিখ ঠিক করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে এর আগে বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল দেয় জামায়াত।