স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীব উদ্দিন আহমদ জানিয়েছেন, নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের জাতীয় পরিচয়পত্র আগামী বুধবার থেকে বিলি করা শুরু হবে।
২০১২ সালের হালনাগাদে ভোটার তালিকাভুক্ত হওয়া এ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র দিয়ে আসা হবে বলে জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীব উদ্দিন আহমদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ঢাকা মহানগর থেকে পরিচয়পত্র বিতরণ শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য অন্যান্য জেলায় এ কার্যক্রম চলবে।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছে, তারাই এবার বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র পৌঁছে দেবে।
ইসি জানায়, প্রতিটি কার্ড বিতরণকারীর জন্য ১০ টাকা বরাদ্দ করা হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, এবারের হালনাগাদে ভোটারের সংখ্যা ৭০ লাখ বেড়েছে। হালনাগাদ হওয়া ভোটারদের নিয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ২১ লাখ ২৯ হাজার ৮৫২ জন।
উল্লেখ্য, ২০১২ সালের ১০ মার্চ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু করে ইসি। পরে চলতি বছরের ৩১ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।