মো: বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি :
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, ’আগামী জাতীয় নির্বাচন কীভাবে গ্রহণযোগ্য হবে তা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো।’
তিনি বলেন, ‘বাংলাদেশকেই তার নিজস্ব গতিতে এগিয়ে যেতে হবে। এটি প্রাচীন সংস্কৃতি।’ গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ‘জন কেরি বাংলাদেশের প্রধান প্রধান দলগুলোকে চিঠি পাঠিয়েছেন। নিজেদের মধ্যে গঠন মূলক আলাপ-আলোচনা করে একটি সুষ্ট, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করবেন তারা।’
পরিদর্শনের সময় সুনামগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি দেখে মুগ্ধ হয়ে ড্যান মজিনা বলেন, ‘আমি এখানকার হিন্দু, মুসলমান এবং আদিবাসীদের একসঙ্গে বসবাস দেখেছি। মনে হয়েছে অনন্য দৃষ্টান্ত এটি। এটিই প্রকৃত বাংলাদেশ। ফেরুয়ারীতে রামুসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন দেখেছি এটি বাংলাদেশের চিত্র নয়। এটি ছিল, দুর্নীতি, লোভ এবং ভূমি দস্যুতা। এর সঙ্গে ধর্মের কোন সম্পৃক্ততা ছিল না।’
তিনি সাংবাদিকদের জানান বাংলাদেশকে নিশ্চিত করতে হবে রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনের পূনরাবৃত্তি আর কখনো হবেনা, শ্রমিকদের নিরাপত্তা, অগ্নিনির্বাপক ব্যবস্থা সুনিশ্চিতকরন, অবকাঠামোগত সমস্যা সহ আরোপিত শর্তগুলো পূরণ করতে পারলে বাংলাদেশ খুব শীঘ্রই জেএসপি সুবিধা ফিরে পাবে, এবং বিশ্ব বাজারে তৈরী পোশাক রপ্তানিতে এক নম্বর স্থান দখল করতে সক্ষম হবে।
মঙ্গলবার সন্ধায় সুনামগঞ্জে পৌঁছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট, বারেকের টিলা ও রাজারগাঁয়ের অদ্বৈতবাড়ি পরিদর্শন শেষে বৃহস্পতিবার সকাল ৮ টায় শহরের ষোলঘর এলাকায় সুরমা ভ্যালিতে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রেস ব্রিফিং করেন।
মার্কিন রাষ্ট্রদূত সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য দেখে বলেন, সুনামগঞ্জ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সমূহের মধ্যে অন্যতম। এখানের হাওরের বৈচিত্রতা, মাছ, পাখি, কয়লা, বালি-পাথরের সম্ভার ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জীবনমান আমাকে মুগ্ধ করেছে। ’আমি সব সময় সিলেটর বালু কোথা তেকে আসে, এখন আমি বুঝতে পারছি সুনামগঞ্জের বালু দিয়েই সারা দেশের স্থাপনা গুলো গড়ে উঠছে। তিনি নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করার জন্য আগামী শীতে পূনরায় সুনামগঞ্জে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত সস্ত্রীক সুনামগঞ্জ ভ্রমনে আসেন। ভ্রমন শেষে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সিলেটের উদ্দেশ্যে তিনি সুনামগঞ্জ ত্যাগ করেন। তার আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সুনামগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসন ।