ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | আগামীকাল ওপেনিং তামিমের সঙ্গে দেখা যেতে পারে লিটন দাসকে

আগামীকাল ওপেনিং তামিমের সঙ্গে দেখা যেতে পারে লিটন দাসকে

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। বুধবার পার্লের বোল্যান্ড পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। সিরিজের প্রথম ম্যাচে দশ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

ইনজুরির কারণে ওই ম্যাচে খেলেননি টাইগার ওপেনার তামিম ইকবাল। আগামীকালের ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে ওপেনিং তামিমের সঙ্গে দেখা যেতে পারে লিটন দাসকে। বাদ পড়তে পারেন ইমরুল কায়েস।

গত ম্যাচে চার পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। কিন্তু আগামীকাল একাদশ সাজানো হতে পারে তিন পেসার নিয়ে। মোহাম্মদ সাইফউদ্দিনকে বসিয়ে একাদশে রাখা হতে পারে স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিল ফেহলাকওয়েও, ডোয়াইন প্রিটোরিয়াস, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ইমরান তাহির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...