স্টাফ রিপোর্টার : আজ সংবাদ সম্মেলন করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দুপুর ১২টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন আওয়ামী লীগের উপ-দঢতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।