স্টাফ রিপোর্টার : নির্বাচনী ইশতেহারে না থাকলেও সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি করেছে বিএনপি।
বুধবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি করেন।
‘যেকোনো মূল্যেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি নেত্রীর সে নির্বাচন বানচাল করার কোনো সাধ্য নেই’-মর্মে গত মঙ্গলবার সিলেটের জনসভায় দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এ বক্তব্য অজ্ঞতার পরিচয়ই শুধু নয়, ধৃষ্টতাও বটে। আর সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতিতে এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য। তবে সরকারের একগুঁয়েমি ও একতরফা নির্বাচন প্রতিহত করার শক্তি হচ্ছে জনগণ। তারাই সরকারের এ নির্বাচন প্রতিহত করবে।’
বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর এমন বক্তব্য জনগণের শক্তিকে অবজ্ঞা করেছে। তবে তিনি (প্রধানমন্ত্রী) জনগণের শক্তি নয়, অন্য কোনো শক্তি দ্বারা পরিচালিত।’
‘বিএনপি ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদ চাঙ্গা হবে’- প্রধানমন্ত্রী এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যের জবাবে রিজভী আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের আমলেই জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। আর বিএনপি তা দমন করেছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।