স্টাফ রিপোর্টার, ১৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ঘোলা পানিতে মাছ শিকার করছেন বলে অভিযোগ করেছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।
তিনি বলেন, আমাকে এখন খুনী বলে ডাকা হচ্ছে। বিষয়টি আমার জন্য বিব্রতকর। এ ঘটনায় শনিবার রাতে থানায় সাধারণ ডায়েরি(জিডি) করবো, রোববার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে স্মারকলিপি দেবো। এর মধ্যেও যদি আইভী স্পষ্ট করে কিছু না বলে তাহলে প্রয়োজনে আদালতে মামলা করবো।
কারণ আমিও চাই এ ঘটনার সুরহা হউক প্রকৃত খুনীরা গ্রেপ্তার হউক। নাইলে ত্বকীর মত আরো খুনের ঘটনা ঘটবে এবং তখন আমাদের উপর দায় চাপানোর চেষ্টা চলবে।
শনিবার বিকেলে শহরের চাষাঢ়ায় পৈতৃক নিবাস হীরা মহল এ দলীয় নেতাকর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান এসব কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, নাসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, কমান্ডার গোপি নাথ দাস, মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা শাখার কমান্ডার সামিউল্লাহ মিলন, জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ভুইয়া পারভেজ, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল প্রমুখ।