ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | আইন শৃঙ্খলার অবনতি:শংকিত সাধারণ মানুষ খুলনার কপিলমুনি প্রতাপকাটী এখন সন্ত্রাসী জনপদের নতুন ঠিকানা

আইন শৃঙ্খলার অবনতি:শংকিত সাধারণ মানুষ খুলনার কপিলমুনি প্রতাপকাটী এখন সন্ত্রাসী জনপদের নতুন ঠিকানা

এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ১৬ মার্চ, বিডিটুডে ২৪ ডটকম : খুলনার কপিলমুনির প্রতাপকাটী এখন সন্ত্রাসী জনপদের নতুন নাম। উত্তর পাইকগাছার কাশিমনগর সন্ত্রাসীদের উর্বর ভূমি হিসাবে পরিচিতি থাকলেও কাশিমনগরকে পিছনে ফেলে প্রতাপকাটী এখন সন্ত্রাসী ও সন্ত্রাসী কর্মকান্ডের জনপদে পরিণত হয়েছে। সংঘবদ্ধ সন্ত্রাসীদের উত্থানে স্থানীয়রা রয়েছে সর্বদা তটস্থ। ক্রাইম জগতের কতিপয় বাঘা বাঘা ক্রিমিনালের নেতৃত্বে ইতোমধ্যে এলাকায় একটি ভয়ংকর সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। এদের নানা অনৈতিক কর্মকান্ডে এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজী, বিভিন্ন মাদক দ্রব্য বিকিকিনিসহ মৎস্য ঘের দখল এখন এ অঞ্চলের নিত্য নৈমিত্তিক ঘটনা। একাধিক সূত্র জানায়, প্রায় দেড় ডজন সন্ত্রাসীদের নিয়ে গড়ে ওঠা সন্ত্রাসী বাহিনী নানা সন্ত্রাসী কর্মকান্ড ছাড়াও মটর সাইকেল চুরি, চাঁদাবাজী সহ তককো সাপ বেচা কেনা করে আসছে দীর্ঘদিন। ২৩ ফেব্রুয়ারী চোরাই মোটর সাইকেল চক্রের আঞ্চলিক প্রধান কুখ্যাত প্রতারক পবিত্র বিশ্বাস গ্রেফতারের পর মোটর সাইকেল চুরির সাথে এদের সম্পৃক্ততার কথা জানা যায়। এ বাহিনীর অধিকাংশ সদস্যের  বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও গ্রেফতার না হওয়ায় দিন দিন এরা বেপরোয়া হয়ে উঠেছে। তবে গত ২৫ ফেব্রুয়ারী বাহিনী প্রধান ও ২৭ ফেব্রুয়ারী তার অন্যতম এক সহচর আটক হলে বাহিনীর অন্য সদস্যরা গা ঢাকা দেয়। সূত্রমতে হাউলী গ্রামের একটি বাড়ীতে এরা আস্তানা গেড়েছে। প্রায় প্রতি রাতে এখানে বসে তারা বিভিন্ন অপকর্মের কর্ম পরিকল্পনা নির্ধারন করে। হাউলীর অনেকে জানিয়েছেন এদের ভয়ে সন্ধ্যার পর হাউলীর বিল এলাকার রাস্তা দিয়ে অনেকেই চলাচল করতে সাহস পাচ্ছেনা। এ ছাড়া জীবন নাশের অব্যাহত হুমকিতেও অনেকে হয়ে পড়েছেন ভীত সন্ত্রস্থ। অন্য একটি সূত্র জানায়, এক সময়কার দেশের দক্ষিনাঞ্চলের সন্ত্রাসী স¤্রাজ্যের মুকুটহীন স¤্রাট নিউ বিপ্লবী কমিউনিষ্ট পাটির প্রধান মনোরঞ্জন গোসাই ওরফে মৃনালের ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু অনুসারীরা একত্রিত হয়ে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। শিঘ্রই তাদের দমন না করা হলে দীর্ঘদিন শান্ত থাকা এ জনপদের মানুষের রাতের ঘুম হারাম হয়ে যাবে, হুমকির মধ্যে পড়াবে তাদের জানমালের নিরাপত্তা।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...