ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরাকের তাল আফার শহরে সরকারি বাহিনীর প্রতিরোধের মুখে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্যরা পালানোর সময় ফেলে গেছে তাদের বিদেশি স্ত্রী এবং শিশু সন্তানদের। এসব নারী-শিশু বর্তমানে ইরাক সরকারের হেফাজতে রয়েছে।
ইরাকি নিরাপত্তা বাহিনী এবং ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, এদের মধ্যে বেশিরভাগই রাশিয়া, তুরস্ক এবং মধ্য এশিয়ার। তবে, ইউরোপীয় কয়েকজন নাগরিকও রয়েছে।
অনেক নারীই তাদের আসল পরিচয়পত্র নষ্ট করে ফেলায় ইরাকি কর্মকর্তারা এখন তাদের সত্যিকার পরিচয় খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে। তাদেরকে বিশেষ শিবিরে রাখা হয়েছে এবং শিবির থেকে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। ইরাকে বর্তমানে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এ সব নারী-শিশু।
গত ৩১ আগস্ট উত্তরাঞ্চলীয় নগরী তাল আফার পুরোপুরি আইএস মুক্ত হয়েছে বলে ঘোষণা করেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। আর এর মধ্যদিয়ে গোটা নেইনাভা প্রদেশ আইএস মুক্ত হয়েছে।