এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বাংলাদেশ আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা, সাবেক মন্ত্রী ও দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, এমপি’র ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় সিটি মেয়র দলের ত্যাগী এ নেতার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।