Home | খেলাধূলা | অস্ট্রেলিয়ার ব্যর্থতার জন্য এ বার আঙুল উঠল অধিনায়ক স্টিভ স্মিথের দিকে

অস্ট্রেলিয়ার ব্যর্থতার জন্য এ বার আঙুল উঠল অধিনায়ক স্টিভ স্মিথের দিকে

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ব্যর্থতার জন্য এ বার আঙুল উঠল অধিনায়ক স্টিভ স্মিথের দিকে। আঙুল তুললেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার রডনি হগ। স্মিথের দল নির্বাচনের স্বজন-পোষণকেই একহাত নিলেন তিনি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে ফেরার পর এ বার ওয়ান ডে সিরিজেও হারের মুখ দেখতে হয়েছে। হাতে এখনও বাকি দুই ম্যাচ কিন্তু পাঁচ ম্যাচের সিরিজ ইতিমধ্যেই ৩-০তে হেরে গিয়েছে অজিরা। যার ফলে শুরু হয়েছে কাটাছেড়াও। হগ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ওরা যে যার পছন্দের ক্রিকেটারকে দলে নিচ্ছে। স্মিথ তো নির্বাচক হতে পারে না। আগর, কার্টরাইটরা এখনও দলে। তুমি নিজের বন্ধুদের দিয়ে দল বানাতে পার না।’

বাংলাদেশের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেও হারের মুখ দেখতে হয়েছে। দ্বিতীয়টিতে জিতেই ভারতে গেছে স্মিথ অ্যান্ড ব্রিগেড। কিন্তু এখনও জয়ের মুখ দেখতে পারেনি। হগ এই প্রশ্নও তুলেছেন, কেন ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে নাথান লিয়ঁর সঙ্গে স্টিভ ও’কিফকে জুড়ে দেওয়া হল? তাঁর মতে ও’কিফের জায়গায় জন হল্যান্ডকে নেওয়া উচিত ছিল। বলেন, ‘হল্যান্ড প্রমাণ করেছে ও বলও করতে পারে।’

যদিও হগের সব অভিযোগকে উড়িয়ে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি বলেন, ‘সকলেরই তার নিজের মতামত প্রকাশের স্বাধীনতা আছে। আমি জানি না কোথা থেকে এই সব তথ্য পাচ্ছে। কী দল বেছে নেওয়া হবে তা নির্বাচকদের হাতে। আর দিনের শেষে তুমি দলে সুযোগ পেলে তোমার সেরাটা দেবে। এটাই সব সময় হয়ে এসেছে।’

হগের মন্তব্যের পাল্টা দিয়ে ওয়ার্নার বলেন, ‘আসল কথা হল প্লেয়ারদের হাতে কিছুই থাকে না সে নির্বাচিত হবে কি না। সে শুধু নিজের খেলাটাই খেলতে পারে তার ক্ষমতা অনুযায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বদলি ক্রিকেটার ও স্লো ওভার রেটের নতুন আইন

ক্রীড়া ডেস্ক : এখন থেকে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানো যাবে ক্রিকেটে। ...

এবার চিকিৎসায় ‘বিপ্লব’ আনতে চাইছে চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক : এবার চিকিৎসা খাতে জোর পদক্ষেপ নিতে চাইছে চীন। বিজ্ঞান ...