স্পোর্টস ডেস্ক : যেকোনও দলের বিপক্ষে জয় পেলে টাইগারদের উদযাপন শুধু মাঠেই সীমাবদ্ধ থাকে না। উদযাপন চলে ড্রেসিং রুমে ও হোটেলে। সবাই গোল হয়ে দাঁড়িয়ে ‘আমরা করব জয়’ গানটি গাওয়া দলের রীতি।
আজও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এই জয়টি যে অন্য দু’একটি জয়ের মতো নয়। অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্ট ক্রিকেটে হারানো। তাই মুশফিক-সাকিব-তামিমদের উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা।
বুধবার ম্যাচটিতে জয়ের পর টাইগারদের উদযাপনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল। এই ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটাররা সব একসাথে গোল হয়ে উল্লাস করছে। ‘আমরা করব জয়’ গানটি গাইছে। আর কয়েকজন ক্রিকেটার ব্যাট হাতে নিয়ে একটি বেঞ্চের উপর জোরে জোরে আঘাত করছে।
আজ শেষ হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ।