ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী টনি অ্যাবট বুধবার শপথ গ্রহণ করেছেন। রক্ষণশীল দলের নেতা অ্যাবট (৫৫) ক্যানবেরায় গভর্নর হাউসে এক অনুষ্ঠানে শপথ দেন। এর মাধ্যমে লেবার পার্টির ছয় বছরের শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো।
শপথ নেয়ার পর এক বিবৃতিতে অ্যাবট বলেন, আজকের দিনটি কেবল আনুষ্ঠানিকতার দিন নয়, আজকের দিনটি কাজের দিন। অস্ট্রেলিয়ার জনগণ প্রত্যাশা করে আমরা যেন সোজা কাজে লেগে যাই, আর এই সরকার ঠিক তা-ই করবে।
তিনি বলেন, আমরা আদর্শের ভিত্তিতে নয়, মূল্যবোধের ভিত্তিতে একটি সমস্যা সমাধানকারী সরকার হবো।
তিনি আরো বলেন, আমরা কি করবো বলে প্রতিশ্রুতি দিয়েছি তার ভিত্তিতে নয়, বরং কি করেছি তা দিয়েই আমাদের বিচার করা হবে।
টনি অ্যাবট গত ৭ সেপ্টেম্বর ক্ষমতাসীন লেবার পার্টিকে হারিয়ে নির্বাচিত হন।