রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল মুরাদ বক্স রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে বুধবার মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোছাঃ সেলিনা জাহান লিটা এমপি বলেন, অসামাজিক কার্যক্রম বন্ধ করতে হলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিয়ে দুর করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় সামাজিক সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এসব অসামাজিক কার্যকলাপ দুর করার জন্য আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি স্থাণীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করেন।
মাদক বিরোধী কার্যক্রম অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান মোঃ জমিরুল ইসলাম, উপাধ্যক্ষ মহাদেব বসাক, উপজেলা যুবলীগের শাহনেওয়াজ শানু, তদন্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষক আঃ রাজ্জাক, শিক্ষিকা মোছাঃ রোকেয়া বেগম, ছাত্রনেতা প্রশঞ্জিত দাস মলয়, রফিকুল ইসলাম প্রমুখ।
সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী শাহরিয়ার।