ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | অযোধ্যায় রামমন্দিরের ভিত্তি স্থাপন শুরু

অযোধ্যায় রামমন্দিরের ভিত্তি স্থাপন শুরু

ইন্টারন্যাশনাল ডেস্ক : অযোধ্যায় রামমন্দির ভিত্তি স্থাপনের কাজ সোমবার শুরু হয়েছে। তেরো হাজার বর্গফুটের ভিত্তি স্থাপনের কাজ কয়েকটি স্থরে শেষ হবে। মাটি থেকে ২৫ ফুট উপরে উঠে আসবে এটি।

ভিত্তি স্থাপন কাজ শুরুর আগে রামমন্দির ট্রাস্টের মহাসচিব চম্পত রায়, ট্রাস্টি ডা. অনিল মিসরা, অযোধ্যার ডিআইডি দীপক কুমার ও জেলা মেজিস্ট্রেট অনুজ কুমার জায়ের উপস্থিতিতে সেখানে প্রার্থনার আয়োজন করা হয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য পাওয়া গেছে।

এক টুইটবার্তায় রামমন্দির ট্রাস্ট জানায়, শ্রী রামমন্দির নির্মাণের ভিত্তি স্থাপনের কাজ শুরু হয়েছে। এতে সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রামমন্দির ট্রাস্টের সেক্রেটারি চম্পত রায় বলেন, অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ আগামী তিন বছরের মধ্যে শেষ হবে। আড়াই একর জমির ওপর এটি নির্মাণ হবে।

বন্যার কবল থেকে রক্ষা পেতে সুরক্ষা দেয়ালও নির্মাণ করা হবে বলে তিনি জানান। বললেন, মন্দির নির্মাণের সব ধরনের প্রস্তুতিই আমরা নিয়ে রেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...