বিনোদন ডেস্ক : চলতি সময়ের মডেল ও অভিনেত্রী নীহারিকা মৌ। অভিনয় ও মডেলিংয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময়। গত দুই ঈদে প্রচার হয়েছে নীহারিকা মৌ অভিনীত বেশ কয়েকটি নাটক। অভিনয়ের ও মডিলিং নিয়ে মনোযোগী এ তরুণী স্বল্প সময়েই দর্শক মহলে বেশ আলোচিত হয়েছেন । নাটকগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে প্রচার হয়েছে।
তিনি জানালেন, ওয়েব প্লাটফর্মেও কাজ করতে ইচ্ছুক। চরিত্রের প্রয়োজনে সাহসী হতেও তার আপত্তি নেই। ওয়েব প্লাটফর্মের গল্প ও চরিত্র পছন্দ হলে কাজ করতে চাই। গল্পের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই।
বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজ করছেন। তার ভাষ্য, বিলবোর্ড, ফ্যাশন হাউজের মডেলিং, ওভিসি ও টিভিসির কাজ করছি। এখানেও দর্শকের ভালোবাসা পাচ্ছি। তবে আমার কাছে নাটকে কাজ করতে বেশি ভালো লাগে। একটি পরিবারের মতো কাজ করি। অনেক আনন্দ নিয়ে কাজ করছি। এখন জহির খান এর পরিচালনায় একটি ৬ পর্বের ধারাবাহিক নাটক কাজ করছি। এছাড়াও আরো কয়েকটি সিংগেল ধারাবাহিক
নাটকের আলোচনা চলছে খুব শিগ্রই শুটিং এ যাবো।