ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | অবৈধ হরতাল মানি না, মানবো না: আওয়ামী লীগ

অবৈধ হরতাল মানি না, মানবো না: আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার, ৪ মার্চ ২০১৩, বিডিটুডে ২৪ ডটকম : জামায়াত নেতা দেলোওয়ার হোসেন সাঈদীর রায়ের বিরুদ্ধে জামায়াত-শিবিরের ডাকা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে হরতালবিরোধী মিছিল করছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। ক্ষমতাসীন দলের বিভিন্ন সহযোগী সংঠনের নেতাকর্মীরা সকাল থেকেই হরতাল বিরোধী মিছিল নিয়ে রাজপথে অবস্থান নেয়।

মিছিল থেকে ‘অবৈধ হরতাল মানি না, মানবো না’, ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে নগরীর রাজপথগুলো।

সোমবার সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, পুরানা পল্টন মোড়, গুলিস্তান এলাকায় হরতাল বিরোধী মিছিল স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। একের পর এক মিছিল আসতে থাকে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

মিছিলে জামায়াত-শিবিরের তাণ্ডব ও হরতালের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় তারা।

বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদাক আবদুল হক সবুজ, দপ্তর সম্পাদাক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।

এছাড়া সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের ব্যানারে ২২টি সংগঠন হরতালের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এদিকে, হরতালের প্রতিবাদে নগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুব লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, ওলামা লীগসহ বিভিন্ন সংগঠন মিছিল করে। এসব মিছিলে সংগঠনগুলোর থানা-ওর্য়াড ইউনিটগুলো অংশ নেয়।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...