ইন্টারন্যাশনাল ডেস্ক : দুই বছর পর সিন্ধুর জল বণ্টন নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) ভারতের সঙ্গে বৈঠকে বসছে পাকিস্তান। দিল্লিতে হবে দুই দিনের এই বৈঠক। সিন্ধুর জল বণ্টন নিয়ে দুই দেশের কর্মকর্তারা নিজেদের মতামত জানাবেন। একই সঙ্গে লাদাখে ভারতের জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে।
বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সিন্ধু জল বণ্টন প্রকল্পের কমিশনার পি কে সাক্সেনা। একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় জল কমিশন, কেন্দ্রীয় বিদ্যুৎ পর্ষদ, জাতীয় জলবিদ্যুৎ কমিশনের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। আর পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন সিন্ধু জল বণ্টন প্রকল্পের কমিশনার মেহের আলি শাহ।
এই প্রসঙ্গে পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী জানিয়েছেন, চুক্তির আওতায় অনেক বিষয় রয়েছে। পাকাল দুল ও লোয়ার কালনাই হাইড্রোইলেকট্রলিক প্ল্যান্ট নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল পাকিস্তান। সেই বিষয়েও এবার আলোচনা করা হবে।
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রোধের পর প্রথম মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সিন্ধু জল বণ্টন চুক্তির নিয়ম অনুযায়ী প্রতি বছর ভারত অথবা পাকিস্তানে বৈঠকে হওয়ার কথা।