আনোয়ার এইচ খান ফাহিম
ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ
বাংলাদেশের কেরানীগঞ্জের মোহাম্মদ হান্নানের দীর্ঘ ২৬ বছরের প্রবাস জীবন শেষে শেষ ঠিকানা হলো পর্তুগালে লিসবনের কারনিদ গোরস্থানে। ১৬মে সোমবার বাদযোহর জানাজা শেষ করে লাশ দাফন সম্পন্ন হয়।
তিনি গত ২৫ এপ্রিল পর্তুগালের সান্তারাই শহরের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত এই ব্যক্তির স্বজনদের কোনো খোঁজ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগান এ যোগাযোগ করেছে। দূতাবাসের পক্ষ থেকে এই ব্যক্তির বিস্তারিত তথ্য জানতে সংবাদকর্মী ও পর্তুগালে অবস্থানরত প্রবাসীদের সহযোগিতা চাওয়া হয়েছে।
তারপর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের খোঁজ পাওয়া যায়। বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগাল থেকে বাংলাদেশে মোহাম্মদ হান্নানের পরিবারের সাথে যোগাযোগ করা হয়।
পরবর্তীতে সিদ্ধান্ত হয় তার লাশ পর্তুগালে দাফন করা হবে এবং দাফন কার্য সম্পন্ন হয়।