ব্রেকিং নিউজ
Home | ফটো সংবাদ | অন্যের পোশাক নকল করেই কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন দীপিকা

অন্যের পোশাক নকল করেই কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন দীপিকা

বিনোদন ডেস্ক:  বলিউড অভিনেত্রীদের বিরুদ্ধে স্টাইল চুরির অভিযোগ দীর্ঘদিনের। তাদেরই একজন দীপিকা পাড়ুকোন। প্রায়-ই বিভিন্ন অনুষ্ঠানে বলিউডের মাস্তানিকে এমন পোশাক বা স্টাইলে দেখা গেছে যা হুবুহু অন্যের নকল। সম্প্রতি অভিযোগ উঠেছে এবার অন্যের পোশাক নকল করেই কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন দীপিকা।

এ বছর কানে দীপিকা যে সোনালি রঙের গাউনটি পরেছিলেন, তেমনি এক পোশাক পরে ২০১৬-এর সেপ্টেম্বরে ভোগ ম্যাগাজিনে ফটোশ্যুট করেছিলেন এক রিয়েলিটি তারকা। গোটা পোশাকটাই নকল করেছেন দীপিকা। শুধু দুটি পোশাকে দৈর্ঘে রয়েছে অল্প-বিস্তার পার্থক্য। সেই রিয়েলিটি তারকার পোশাকটি লম্বার একটু ছোট ছিল। আর দীপিকার গাউনের ঝুল অনেকটাই বেশি।

হুবহু একই গাউন পরে এবছর কান চলচ্চিত্র উৎসবে হাজির ছিলেন ডাচ ফ্যাশন মডেল রোমি স্ট্রিজডও। পার্থক্য বলতে শুধু রঙের। আসলে রোমি ও দীপিকার এই পোশাকটি ডিজাইন করেছেন ইতালির ডিজাইনার আলবার্টা ফেরেট্টি। সেজন্যই মিলে গেছে পোশাক। কিন্তু তাই বলে দীপিকাও এর দায় এড়াতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

না.গঞ্জে উন্নয়নবিমুখ রাজনীতির ভরাডুবি হয়েছে: কাদের

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ...

মন্ত্রিসভায় বৈষম্যবিরোধী আইনের খসড়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বৈষম্যবিরোধী আইন, ২০২২-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত ...