বিনোদন ডেস্ক : বছরে কয়টি ছবি মুক্তি পেল সেদিকে কোনো নজর নেই হালের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার। বরং কয়টি ছবি সুপারহিট হলো সেদিকেই নজর এ নায়িকার। মোদ্দা ব্যাপার হচ্ছে, অনেক বেশি ছবিতে নয়, বরং ভালো মানের ভালো ছবিতেই শুধু অভিনয় করতে চান তিনি। সম্প্রতি এমনটাই জানালেন ‘আশিকী’ খ্যাত ফারিয়া।
তিনি বলেন, ‘বছরে একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছি। সেটাও করবো ভালোভাবে প্রস্তুতি নিয়ে। কারণ একটি ছবি শেষ করে আরেকটি শুরু করার মাঝে একটা বিরতি নেয়ার প্রয়োজন আছে বলে মনে করি। তার অন্যতম কারণ প্রস্তুতি। ছবির পরিমাণ বাড়ানোর দিকে আমার কোনো নজর নেই। আমি চাই দর্শক আমার ছবি দেখে হাসিমুখে ঘরে ফিরবে। পরিমাণ বাড়িয়ে লাভ কী!’
বর্তমানে যৌথ প্রযোজনার ‘ইন্সপেক্টর নটি কে’ছবিতে অভিনয় করছেন ফারিয়া। ছবিতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার জিতকে। এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করছি। এর আগে দর্শকরা আমাকে এমন চরিত্রে দেখেননি। তাই বলতে পারি দর্শকরা এবার নতুন এক ফারিয়াকে পর্দায় দেখবেন। ’
২০১৫ সালে ‘আশিকী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়া মাজহারের। এ পর্যন্ত অভিনয় করেছেন আটটি ছবিতে। যার ছয়টিই ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার। এর আগে উপস্থাপনা এবং মডেলিং করতেন ২৪ বছর বয়সী এ উঠতি তারকা। দুই বিভাগেই তার যথেষ্ট খ্যাতি রয়েছে।