স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এখন রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। সেখানে সময়টা বেশ ভালোই কাটছে তার। নতুন জায়গায় সতীর্থদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। সিপিএলে মিরাজের সতীর্থ ডাওয়েন ব্রাভো, সুনিল নারিন, ব্রেন্ডন ম্যাককলাম, হাশিম আমলাদের মতো গ্রেট ক্রিকেটাররা।
আগামী ৪ আগস্ট শুরু হবে সিপিএলের এবারের আসর। উদ্বোধনী দিনেই ম্যাচ রয়েছে মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের। তাই অনুশীলনে নিজেকে ঝালাই করে নিচ্ছেন মিরাজ। সোমবার অনুশীলনের কিছু ছবি তিনি ফেসবুকে আপলোড করেছেন।
গতবছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। এবারই প্রথম দেশের বাইরের কোনও টুর্নামেন্টে খেলতে গেছেন মিরাজ।
আগামী ৪ আগস্ট শুরু হবে সিপিএলের এবারের আসর। উদ্বোধনী দিনেই ম্যাচ রয়েছে মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের। তাই অনুশীলনে নিজেকে ঝালাই করে নিচ্ছেন মিরাজ। সোমবার অনুশীলনের কিছু ছবি তিনি ফেসবুকে আপলোড করেছেন।
গতবছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। এবারই প্রথম দেশের বাইরের কোনও টুর্নামেন্টে খেলতে গেছেন মিরাজ।