জহির খান
কথায় যা প্রকাশ করা যায় না- তুমি
দূরাগত পাহাড়ের ঢালে বসে এইসব
কতো কথা হয় সু মহান কবি আমার
ঝিরিঝিরি বৃষ্টির গতি নিয়ে আসা পথ
পথ বহুবছরের জীববিবর্তনের আদর্শ
আদর্শ নিঃসন্দেহে প্রশংসনীয়- হ্যা তুমি ই
বাড়ছো বাড়ছে কবিতা বাড়ার খুব নিকট
অতঃপর
কারা বৈষম্যর কর্পোরেট ভোঁদা চেটেপুটে
হয়ে উঠো বাল-ছাল বাঘ-ছাল বাকশাল
এখন একদিন হয়ে উঠো কর্পোরেট মার্চেন্ট
কিনোই কবিতার সরঞ্জাম পরিমিত আচরণ