স্টাফ রিপোর্টার, ১৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌতবিজ্ঞানী ও প্রফেসর এমেরিটাস ড. জামাল নজরুল ইসলাম আর নেই। শুক্রবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ড. জামাল নজরুল ইসলামের চিকিৎসার তত্ত্বাবধানকারী ডা. শেখ হাসান মামুন বলেন, ‘তিনি হার্টের প্রচণ্ড সমস্যা নিয়ে এসেছিলেন। এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে নগরীর মেট্টোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।’
শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খেলার মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে।