বিচিত্র কুমার
মার্চেরই সাত তারিখে
বঙ্গবন্ধু দিয়েছিলো এক ডাক,
অগ্নিঝরা সেই ভাষণে
কেঁপেছিলো সমগ্র পাক।
বাঙালিদের রুখতে পাকবাহিনী
ষড়যন্তের নীলনকশা ত্রেঁকেছিলো,
রাতের অন্ধকারে বাঙালির উপর
গোপনে ঝাঁপিয়ে পড়েছিলো।
বীর বাঙালি ক্ষেপেগিয়ে
ধরলো হাতে মেশিনগান,
সমগ্র বাঙালির ঐক্যবদ্ধতায়
পাকহানাদর হলো খানখান।