স্টাফ রিপোর্টার : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই রায়ে আমরা অখুশি নয়। আবার পুরোপুরি সন্তুষ্টও নই।
বুধবার (১০ অক্টোবর) ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এ ঘোষিত রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত ১৯ জনের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। এছাড়াও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
তারেক রহমানের যাবজ্জীবন হওয়ার বিষয়ে ইঙ্গিত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, এই ঘটনার মাস্টারমাইন্ড কে দেশের জনগণ তা জানে