জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ঐতিহাসিক রুশ ‘অক্টোবর’ বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে গত রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে র্যালী ও সমাবেশ করেছে ‘অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি’। বিকেল পাঁচটায় শহরের শহীদ সাটু হলের সামনে থেকে ‘ব্যক্তি মালিকানার পৃথিবী বদলে দিয়ে সামাজিক মালিকানার মানবিক বিশ্ব গড়ে তুলুন’-শ্লোগাণে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে সমাবেশ করে। এসময় বক্তব্য দেন, কমিটির চাঁপাইনবাবগঞ্জ শাখা আহ্বায়ক শফিকুল আলম, সদস্য সচিব অ্যাড.আবু হাসিব প্রমূখ। বক্তারা বলেন, বিশ্বে পুঁজিবাদ ও সা¤্রাজ্যবাদের বিস্তারের ফলে মানবিকতা এখন ভূলন্ঠিত। পুঁজিবাদ ও সা¤্রাজ্যবাদের নোংরা চেহারা আজ স্পষ্ট। তাঁরা এখন অস্ত্র,মাদক ও পর্নো ব্যবসা করে নিজেদের টিকিয়ে রাখছে। তারা নিজেদের স্বার্থে সারা বিশ্বে উগ্র জাতীয়তাবাদ,সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও জঙ্গিবাদকে ব্যবহার করছে। তাই অক্টোবর বিপ্লবের চেতনায় পুঁজিবাদ ও সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।