স্টাফ রিপোর্টার : আগামী মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশনের গেজেট প্রকাশিত হবে। তাদের জন্য মহার্ঘ ভাতাও থাকবে। বৃহস্পতিবার সচিবালয়ে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা বলেন।
মন্ত্রী বলেন, মন্ত্রিসভার অনুমোদন পাওয়া আর্থিক প্রতিবেদন আইন-২০১৩ এর বিল সংসদের এ অধিবেশনেই উপস্থাপন করা হবে। তবে একটি মহল আইনটি পাসের বিরোধিতা করছে বলেও জানান তিনি।
বৈঠকে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মহাসচিব এম এ আলীমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। তারা বেতন-ভাতা বৃদ্ধি, রেশন ও অবসরকালীন আর্থিক সুবিধার দাবি জানান।
জবাবে অর্থমন্ত্রী তাদের বলেন, সরকারের শেষ সময়ে এসে সব দাবি পূরণ করা কঠিন। তবে দুয়েকটি দাবি সরকার বিবেচনা করবে।